সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ডোমারে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমারে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

নীলফামারীর ডোমারে ২৫ বছর বয়সী গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলায় ইউপি সদস্য তরিকুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। যার মামলা নং-১২। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য তরিকুলকে আটক করে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য তরিকুল ইসলাম ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য। তিনি একই এলাকার আজগার আলীর পুত্র।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার রাতে হরিণচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম আটিয়াবাড়ী এলাকার ওই গৃহবধূ টাকা উত্তোলনের জন্য ঘর থেকে বের হলে বাইরের বৈদ্যুতিক বাতি নিভে যায়। নিজ বাড়িতে ফিরতেই অভিযুক্ত ইউপি সদস্য পিছন থেকে মুখ চেপে ধরে পাশের টিউবওয়েলের পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেশিরা বুঝতে পেরে আটক করলেও কৌশলে পালিয়ে যান তিনি।

ভুক্তভোগীর স্বামী রাজধানীতে রিক্সা চালিয়ে সংসার ও জীবিকা নির্বাহ করেন। তার দুটি সন্তান রয়েছে।

ঘটনাটির জেরে গত বৃহস্পতিবার হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবি করেন ভুক্তভোগী গৃহবধূ। এসময় ইউপি কার্যালয়ে শতাধিক লোকের উপস্থিতি ঘটে।

এ বিষয়ে ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, মামলা হওয়ার পরপরই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ